11/24/2024 যুক্তরাষ্ট্রে ১৮০ শতাংশ মুসলিমবিদ্বেষ বেড়েছে
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৪ ০২:৫৭
গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যেই যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে মুসলিমবিদ্বেষী হামলার ঘটনা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরাইলের হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রে গত তিন মাসে মুসলিম-বিদ্বেষী হামলার ঘটনা প্রায় ১৮০ শতাংশ বেড়েছে।
এদিকে, গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে আন্দোলন করা বিক্ষোভকারীদের ‘রুশপন্থি’ আখ্যা দিয়ে এফবিআইকে তা তদন্তের আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।
গাজায় ইসরাইলের নৃশংস বর্বরতার শুরু থেকে এর বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন। ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন শহরে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। যুক্তরাষ্ট্রের কংগ্রেস ক্যাপিটল হিল থেকে শুরু করে হোয়াইটের সামনেও দেখা যায় শান্তিপূর্ণ বিক্ষোভ।
তবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিক্ষোভকারীদের ‘রুশপন্থি’ তকমা দিলেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। একইসঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করার অভিযোগ এনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে তা খতিয়ে দেখার আহ্বান জানান এই ডেমোক্র্যাট নেতা।
ন্যান্সি পেলোসির এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটির নেতারা। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার এমন বক্তব্য যুক্তরাষ্ট্রে মুসলিম-বিরোধী মনোভাব বাড়িয়ে তুলবে বলে মনে করেন তারা।
এদিকে, গেল সাত অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্রজুড়ে ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিনি-বিরোধী হামলার ঘটনা বেড়ে গেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। গত তিন মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ৪৭২টির বেশি ‘হেটক্রাইমের’ ঘটনা ঘটে, যা গত বছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি।
একই সময়ে সাড়ে ৬শ’র বেশি প্রতিষ্ঠানে ধর্মীয় বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে মুসলিম শিশুরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। মুসলিম-বিরোধীতার পাশাপাশি তুলনামূলকভাবে বেড়েছে ইহুদি বিদ্বেষের ঘটনাও।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.