11/22/2024 জর্ডানে ড্রোন হামলায় নিহত সেনাদের নাম প্রকাশ
মুনা নিউজ ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৪ ০২:৪০
জর্ডানে সেনাঘাঁটিতে ড্রোন হামলায় নিহত তিন আমেরিকান সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে যুক্তরারষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এ হামলায় আহত হয়েছেন ৪০ জনের বেশি সেনা। নিহত তিন সেনা হলেন—সার্জেন্ট উইলিয়াম জেরোমে রিভার্স (৪৬), ক্যাররোলটন, জর্জিয়া; স্পেশালিস্ট কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪), ওয়েক্রস, জর্জিয়া ও স্পেশালিস্ট ব্রেওনা অ্যালেক্সসনদ্রিয়া মফেট (২৩), সাভাননাহ, জর্জিয়া। খবর বিবিসির।
আর্মি রিজার্ভের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জডি ড্যানিয়েলস নিহত সেনাদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, নিহত আমেরিকান সেনাদের আত্মত্যাগ ভোলার নয়। নিহত সেনাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় জানান তিনি।
গত ২৮ জানুয়ারি, রোববার জর্ডানে সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। ইরান–সমর্থিত জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হামলায় আহত হয়েছেন ৪০ জনের বেশি সেনা। গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরুর পর আমেরিকান সেনাদের ওপর এটাই বড় ধরনের হামলার ঘটনা।
আমেরিকান সেনাঘাঁটি টাওয়ার-টুয়েন্টি টু'তে হামলায় আরও ৪০ জনের বেশি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। এদের মধ্যে আটজনকে উন্নত চিকিৎসার জন্য ইরাকের বাগদাদে নিয়ে যাওয়া হয়।
টাওয়ার টুয়েন্টি টু সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়িয়ে নিজ সেনাদের রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে হোয়াইট হাউজ। শুধুমাত্র এ হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন।
নাম প্রকাশ না করার শর্তে আমেকিান দুই সেনা কর্মকর্তা বলেছেন, হামলাকারী ড্রোনটি যখন সেনাঘাঁটির দিকে আসছিল, তখন যুক্তরাষ্ট্রের একটি ড্রোনও আসছিল।
এক কর্মকর্তা বলেন, হামলাকারী ড্রোনটির গতি ধীর ছিল। দুটি ড্রোন একই সময়ে আসায় হামলাকারী ড্রোনটিকে চিহ্নিত করতে সম্ভবত প্রতিরক্ষাবাহিনীর ভুল হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.