11/22/2024 আফগান নারীদের জন্য অনলাইন ম্যাগাজিন ‘জান টাইমস’
মুনা নিউজ ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৪ ০৬:৫০
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলকরার পর মেয়েদের অনেক অধিকার খর্ব করেছে। এই অবস্থায় সেখানকার নারীদের পরিস্থিতি তুলে ধরতে ২০২২ সালের আগস্টে জান টাইমস চালু করেন জাহরা নাদের।
৩৪ বছর বয়সী জাহরা আফগানিস্তানে থাকার সময় নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করতেন। এরপর জাহরা নাদের পিএইচডি করতে কানাডা পাড়ি জমান। তিনি যখন দেশ ছেড়েছিলেন তখন তালেবান ক্ষমতা দখল করেনি।
জাহারা বলেন, ‘আমার মাতৃভূমির মেয়ে ও নারীদের সহায়তা করার দায়িত্ব অনুভব করেছি আমি।’ দেশ ও দেশের বাইরে থাকা আফগান নারী সাংবাদিকরা তাঁর ম্যাগাজিনে কাজ করেন বলে জানান তিনি।
জাহারা আরো বলেন, ‘আফগানিস্তানের অল্প কয়েকজন নারী সাংবাদিক স্থানীয় তথ্য সংগ্রহ করতে পারেন। কিন্তু তাদের জন্য কাজ করা খুব বিপজ্জনক সেখানে। তালেবান যে ইস্যুগুলো শুনতে চায় না এমন বিষয়ে তারা প্রতিবেদন পাঠায়। যেমন, এলজিবিটি, মানবাধিকার, পারিবারিক সহিংসতা কিংবা বাল্য বিবাহ। প্রতিবেদন করার অনেক কিছু আছে, অনেক অবিচার আছে সেখানে।’
ফার্সি ও ইংরেজি ভাষায় ম্যাগাজিনটি প্রকাশিত হয়ে থাকে। জাহারা বলেন, তালেবানের প্রোপাগাণ্ডার সঙ্গে মেলে না এমন বিষয়ে প্রতিবেদন করা খুব বিপজ্জনক। তিনি জানান, ‘আমাদের স্থানীয় সহকর্মীদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। তারা ছদ্মনামে লেখেন আর আমাদের সঙ্গে কথা বলার পর ঘরের বাইরে যান। তারা একে অপরকে চেনেন না। শুধু বিদেশে থাকা সহকর্মীদের সঙ্গে তাদের পরিচয় আছে।’
নিজের জমা অর্থ দিয়ে ম্যাগাজিনের কাজ শুরু করেছিলেন জাহরা। সে কারণে শুরুতে তাঁদের বেতন ছাড়াই কাজ করতে হয়েছে। তবে এখন তারা বৃত্তি ও অনুদান পাচ্ছেন। জাহরা বলেন, ‘আমরা মানুষকে সচেতন করতে চাই। তাদের চিন্তা করতে শেখাতে চাই।’
আফগানিস্তানের নারীরা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে থাকা আফগান নারীরা তাঁর ম্যাগাজিন পড়েন বলে জানান তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.