11/22/2024 টেক্সাসকে সহায়তা করতে সৈন্য পাঠাচ্ছে ওকলাহোমা
মুনা নিউজ ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৪ ০৫:৩৭
গৃহযুদ্ধের হুমকির মধ্যে ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট আমেরিকা-মেক্সিকো সীমান্তে, সীমান্ত নিয়ন্ত্রণ সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য টেক্সাস রাজ্যে ন্যাশনাল গার্ড সৈন্যদের পাঠিয়েছিলেন। ২৫ জন গভর্নর প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে টেক্সাসের গভর্নরকে তাদের সমর্থন প্রকাশ করেছিলেন।
স্টিট ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি কেবল সাধারণ জ্ঞান। টেক্সাসে প্রবেশের ২৮টি পোর্ট রয়েছে এবং ফেডারেল আইন যে প্রবেশের পয়েন্টগুলো ছাড়া অন্য কোথাও প্রবেশ করা বেআইনি।’
২৫ জানুয়ারি, বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলায় রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্যগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানানোর পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
রিপাবলিকানরা বলেছেন, ‘বাইডেন সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন।’
যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের ‘আক্রমণ’ উদ্ধৃত করে ট্রাম্প বলেছেন, ‘আমরা সকল আগ্রহী রাজ্যগুলোকে টেক্সাসে তাদের সেনা মোতায়েন করতে উৎসাহিত করি। যেন অবৈধদের প্রবেশ ঠেকানো যায় এবং তাদের সীমান্ত পেরিয়ে ফিরিয়ে আনা যায়।’
সাহায্যের জন্য ট্রাম্পের আহ্বানের পরে ২৫টি রাজ্যের রিপাবলিকান গভর্নর (মোট ২৫টি রাজ্য) টেক্সাসকে তাদের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘সীমান্ত সুরক্ষিত করার জন্য রেজারের তারের বেড়াসহ প্রতিটি সরঞ্জাম এবং কৌশল ব্যবহার করার ক্ষেত্রে আমরা আমাদের সহযোগী গভর্নর, গ্রেগ অ্যাবট এবং টেক্সাস রাজ্যের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমরা এটি আংশিকভাবে করি, কারণ বাইডেন প্রশাসন ইতোমধ্যে অভিবাসন আইন প্রয়োগ করতে অস্বীকার করছে এবং আমাদের দেশে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের আমেরিকাজুড়ে গণপ্যারোলের অনুমতি দিচ্ছে।’
স্টিট এর আগে টেক্সাসের অবৈধ অভিবাসন সমস্যায় সাহায্য করার জন্য ওকলাহোমা ন্যাশনাল গার্ড পাঠিয়েছিল। ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডকেও গত বছর টেক্সাসে পাঠানো হয়েছিল সীমান্ত সঙ্কটে সাহায্য করার জন্য।
সূত্র : ডেইলি সাবাহ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.