11/24/2024 ‘তাইওয়ানের স্বাধীনতা’ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য সবচেয়ে বড় ঝুঁকি
মুনা নিউজ ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৪ ০৫:৩৩
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৈঠক করেছেন। দু'পক্ষের তরফে জানানো হয়েছে, যোগাযোগ রক্ষা করতে তাদের এই বৈঠক। বৈঠকে ওয়াং জোর দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতা' চীন-আমেরিকান সম্পর্কের জন্য সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করেছে।
এর আগে সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক করে। সেই বৈঠকের দুই মাসেরও বেশি সময় পর শনিবার থাইল্যান্ডের ব্যাংককে ওয়াং ও সুলিভানের বৈঠক হলো।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সান ফ্রান্সিসকো বৈঠকে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে দুই কর্মকর্তা কপট, বাস্তব এবং ফলপ্রসূ আলোচনা করেছেন।
হোয়াইট হাউস বলেছে, দুই দেশের মধ্যে যোগাযোগের উন্মুক্ত লাইন বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কর্মকর্তাদের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও বলা হয়, 'সুলিভান জোর দিয়ে বলেন, যদিও যুক্তরাষ্ট্র ও চীন প্রতিযোগিতায় রয়েছে, তবে উভয় দেশকেই সংঘাত বা সংঘর্ষ থেকে দূরে থাকতে হবে।
অতীতে প্রযুক্তি, বাণিজ্য, মানবাধিকার এবং তাইওয়ান ইস্যুতে বেইজিং ও ওয়াশিংটন বাক যুদ্ধে জড়িয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.