11/22/2024 এক সপ্তাহে সৌদিতে ১৫ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
মুনা নিউজ ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৪ ০৪:৩৯
সৌদি আরবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৫ হাজার ৩০৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এক সপ্তাহের অভিযানে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৮১৬ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৩ হাজার ৯৩৫ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ২ হাজার ৫২৪ জন শ্রম আইন লঙ্ঘন করার দায়ে গ্রেপ্তার হয়েছেন।
খবরে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশের দায়ে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৭ শতাংশ ইয়েমেনি, ৩৬ শতাংশ ইথিওপিয়ান এবং ৭ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিলেন।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
প্রসঙ্গত, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত আছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.