11/22/2024 ইতালিতে ৭ মাস বেকার থাকা যুবকের আত্মহত্যা
মুনা নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৪ ০০:৪৩
ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম সুমন মিয়া, বয়স আনুমানিক ২৫ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই যুবক আত্মহত্যা করেছেন।
২৪ জানুয়ারি, বুধবার সকালে রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কের একটি গির্জার পেছনে সুমন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় এক পথচারী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জানা গেছে, সুমন মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নীলখী পরবোর হোমনা চম্পক নগরে। তার বাবার নাম বারিক।
এ ঘটনায় কুমিল্লার মুরাদ মহিবুর নামে এক ইতালি প্রবাসী ফেসবুকে লিখেছেন, কৃষি ভিসায় প্রায় সাত মাস আগে ইতালিতে আসেন সুমন মিয়া। কিন্তু দীর্ঘ সাত মাসেও তিনি কোনো কাজ পাচ্ছিলেন না। এতে তিনি খুব হতাশ ছিলেন। শেষমেষ গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। তবে এমন মৃত্যু কারোই কাম্য নয়।
মুরাদ মহিবুর আরও লিখেছেন, ইতালিতে যারা আসবেন, তারা অবশ্যই বৈধপন্থায় স্পন্সর ভিসায় আসবেন। কৃষি ভিসায় এসে এখানে তেমন কোনো কাজ নেই। তাই আপনজন না থাকলে না আসাই ভালো।
রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব আসিফ আনাম সিদ্দিকী জানান, এ ব্যাপারে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারছে না। পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.