11/22/2024 ২৬ হাজার ছাড়াল গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা
মুনা নিউজ ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৪ ০৬:০৪
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৮৩ ফিলিস্তিনি নিহত এবং ৩৭৭ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৩ জনে। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৪ হাজার ৪৮৭ জন।
ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে।
যা তেল আবিব বলছে, সেই হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।
এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.