11/22/2024 এবার নিউ হ্যাম্পশায়ারে বড় জয় ট্রাম্পের
মুনা নিউজ ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৪ ০১:৪৯
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে আইওয়া জয়ের পর এবার নিউ হ্যাম্পশায়ারেও জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করে এই জয়ের মধ্যদিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে আরও এগিয়ে গেলেন তিনি।
২৪ জানুয়ারি, বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৩ জানুয়ারি, মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের ফলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পাওয়ার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হয়। ১১ শতাংশ বেশি ভোট পেয়ে নিকি হ্যালিকে পরাজিত করেছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ৫৪ দশমিক ৪ শতাংশ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৪৩ দশমিক ৬ শতাংশ ভোট।
জয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প জানান, এক এক করে সবাই নির্বাচন থেকে সরে গিয়ে তাকে সমর্থন দিলেও এখনও নিকি হ্যালি কেন প্রতিদ্বন্দ্বীতায় আছেন তা তার বোধগম্য নয়।
অপরদিকে প্রাইমারির ফল মেনে নিয়ে সাবেক প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে নিকি হ্যালি বলেন, তিনি এখনই সরে দাঁড়াচ্ছেন না।
তিনি বলেন, 'আজ রাতে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। তিনি এটি অর্জন করেছেন, আমি তা স্বীকার করছি।' তবে লড়াই এখনো শেষ হয়নি, আরও কয়েকটি রাজ্যের ভোট বাকি আছে। তিনি আশা করছেন, সাউথ ক্যারোলিনায় তিনি ঘুরে দাঁড়াতে পারবেন।
আগামী ৮ ফেব্রুয়ারি নেভাদা এবং ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলিনায় প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আইওয়া দিয়ে শুরু হওয়া এ প্রক্রিয়া অনুযায়ী দেশের প্রতিটি অঙ্গরাজ্যেই এই প্রাক-নির্বাচনী ভোট হবে। 'ককাস' ও 'প্রাইমারি' নামে পরিচিত প্রাক-নির্বাচনী ভোটের মাধ্যমে দলের তালিকাভুক্ত সদস্যরা নিজেদের 'ডেলিগেট' বাছাই করবেন। পরে চলতি বছরের জুলাই মাসে দলীয় জাতীয় সম্মেলনে এই ডেলিগেটদের ভোটেই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.