11/22/2024 দ্বিতীয় দফা ভোটগ্রহণের ঘোষণা তুরস্কের সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের
মুনা নিউজ ডেস্ক
১৫ মে ২০২৩ ১৭:৫৮
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। তাই দ্বিতীয় রাউন্ডে আগামী ২৮মে আবারও হবে ভোটগ্রহণ। দেশটির সুপ্রিম ইলেক্টোরাল বোর্ড এ ঘোষণা দিয়েছে।
এ পর্যন্ত রিসেপ তাইয়্যেপ এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ৫০ শতাংশ ভোট। আর এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু পেয়েছেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। দ্বিতীয় দফায় লড়বেন এই দুই প্রার্থী।
সুপ্রিম ইলেক্টোরাল বোর্ডের এ ঘোষণার পর সমর্থকদের আশাহত না হওয়ার আহ্বান করেন কিরিচদারোগ্লু। এক টুইটবার্তায় তিনি বলেন, আশা করি আমরাই এগিয়ে থাকবো।
এদিকে তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোগানের দল একে পার্টি।
ভোটে এরদোগানের এগিয়ে থাকা নিয়ে আনন্দিত এরদোগানের সমর্থকরা। রাজধানী আঙ্কারায় দলীয় সদর দপ্তরের সামনে স্থানীয় সময় রোববার রাত থেকেই ভিড় করেছেন হাজার হাজার সমর্থক।
সেখানে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এ সময় সমর্থকরা খুশিতে গান গাইতে শুরু করলে এরদোগানও তাদের সঙ্গে তাল দিতে থাকেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.