11/25/2024 পানির নিচে ৭৪ দিন থেকে প্রাণিবিদ্যার অধ্যাপকের বিশ্বরেকর্ড!
মুনা নিউজ ডেস্ক
১৫ মে ২০২৩ ১৭:২১
পানির নিচে টানা ৭৪ দিন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিশ্বরেকর্ড করেছেন। জোসেফ ডিটুরি নামে প্রাণিবিদ্যার অধ্যাপকের ১০০ দিন সমুদ্রের তলদেশে গিয়ে গবেষণা করার পরিকল্পনা ছিল।
কিন্তু ৭৪ দিন পরই মার্চ মাসে তিনি গবেষণা শেষ করেন। তবুও তিনি এখনই ডাঙায় ফিরে আসতে চাচ্ছেন না। সম্প্রতি ফ্লোরিডার এই অধ্যাপক এক বিবিৃতিতে জানান, তার এখনই ডাঙায় উঠে আসার পরিকল্পনা নেই। তিনি পানির নিচে ১০০ দিন পূর্ন করতে চান।
এর আগে দীর্ঘদিন পানির নিচে থাকার রেকর্ডটিও তার ছিল। ২০১৪ সালে আরও দুই অধ্যাপকের সঙ্গে তিনি টানা ৭৩ দিন পানির নিচে ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.