11/22/2024 তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি
মুনা নিউজ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৪ ০১:৫২
তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক,উইসকনসিনসহ বিভিন্ন জায়গায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় ফিলাডেলফিয়ায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন।
সাদা তুষারে ঢেকে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র প্রধানের বাসভবন হোয়াইট হাউজ। এমন অবস্থা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অন্যসব অঞ্চলেও। চলতি সপ্তাতে দ্বিতীয় বারের মত তুষারঝড়ের কবলে পড়েছে শহরটি। বেশিরভাগ এলাকা ৫ থেকে ৭ সেন্টিমিটার শুভ্র আস্তরনে ঢাকা পড়েছে। তবে এরমধ্যেও কিছু বাসিন্দা নেমে পড়েছেন তুষারের সৌন্দর্য উপভোগে।
নিউইয়র্ক অঙ্গরাজ্যও তুষারপাতে থমকে গেছে। সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। অঙ্গরাজ্যটির বিভিন্ন জায়গায় প্রায় ১৮ সেন্টিমিটার পর্যন্ত ঢাকা পড়ে তুষারে। এদিকে তীব্র ঠান্ডা আর তুষাঝড় কমে আসলেও এখনো জমে আছে উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকি শহরের আশপাশের হ্রদগুলো। হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তৈরি হয়েছে এ পরিস্থিতি। এছাড়া গেল সপ্তাহ থেকে বৈরি আবহাওয়ার কারণে মিলওয়াকিতে ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েন হাজার হাজার মানুষ।
ঠান্ডায় ক্ষতিগ্রস্ত আরেক অঙ্গরাজ্য ভার্জিনিয়া। কোথায় কোথাও তাপমাত্রা থাকছে মাইনাস ৩০ ডিগ্রির ঘরে। এছাড়া এক লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এছাড়া কেন্টাকি অঙ্গরাজ্যের রেড রিভার জর্জ এলাকায় তীব্র তুষারে আটকে পড়া ৪ জনকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
এদিকে যুক্তরাষ্ট্র ছাড়াও তুষারের কারণে ব্যাহত হচ্ছে রাশিয়ার জনজীবন। শুক্রবার রাজধানী মস্কোসহ দেশটির মধ্যাঞ্চলে তীব্র তুষারপাত এবং ঝড়ো বাতাস বয়ে যায়। এতে বিভিন্ন জায়গায় প্রায় ১২ সেন্টিমিটার পর্যন্ত তুষারের আস্তরণ তৈরি হয়। অনেক জায়গায় রাতের তাপমাত্রা নেমে আসে মাইনাস ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে।
রাস্তায় ভারী তুষারের কারণে স্পেনের উত্তরাঞ্চলে ৬০০ ট্রাক চালক আটকা পড়েন। শুক্রবার তাদের উদ্ধারে এগিয়ে আসে দেশটির সেনাবাহিনী। এখনো উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নিচে। এমন বৈরি আবাহাওয়া বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.