11/23/2024 পশ্চিম অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার আশংকা
মুনা নিউজ ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪ ০৮:১৩
পশ্চিম অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে সেখানে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দেশটির এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৫০০ কিলোমিটার দূরে প্যারাবার্ডোর পিলব্যারো শহরে ৪৭ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়, যা জানুয়ারির স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এর আগে ২০২২ সালের ১৩ জানুয়ারি পিলব্যারোতে ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ।
বৈশ্বিক জলবায়ুর প্রাকৃতিক ইভেন্ট এলনিনোর মধ্যে এমন গরম আবহাওয়া পরিস্থিতির কারণে সেখানে তীব্র দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
গত মাসে পার্থের কাছে একটি দাবানল ছড়িয়ে পড়েছিল, যা নেভাতে কাজ করে শত শত দমকল কর্মী। সরিয়ে নেওয়া হয়েছিল সেখানের বাসিন্দাদের।
যদিও ২০১৯ ও ২০২০ সালের তুলনায় গত দুই মৌসুমে দাবানল কম হয়েছে। কারণ সে সময় তুরস্কের মতো আয়তনের এলাকা পুড়ে যায়। মারা গিয়েছিল ৩৩ জন মানুষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.