11/22/2024 মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনায় বেড়েছে জ্বালানি তেলের দাম
মুনা নিউজ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৪ ০২:০৩
ফিলিস্তিনের গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরাকের কুর্দিস্তানে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ইরানের মিসাইল হামলার পর ওই অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থেমে নেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলাও।
এই পরিস্থিতিতে ১৬ জানুয়ারি, মঙ্গলবার জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।
জানা গেছে, ইসরায়েলি গোয়েন্দা দফতরে ইরানের হামলায় চারজন নিহত হয়েছে। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।
তাছাড়া ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে জিব্রালটার ঈগল নামের ওই জাহাজটিতে হামলার ঘটনায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.