11/22/2024 নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে জিতলেন ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪ ০২:৫৩
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইওয়া ককাস অঙ্গরাজ্যে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ফ্রন্টরানার হিসেবে তার অবস্থান আরও দৃঢ় হলো। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ১৫ জানুয়ারি সোমবার রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের ভোটে ট্রাম্প জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত নিক্কি হ্যালি এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে হারিয়েছেন। এর মাধ্যমে ট্রাম্প টানা তৃতীয়বারের মতো রিপাবলিকান পার্টির মনোনয়নলাভ করার দ্বারপ্রান্তে উপনীত হয়েছেন।
ককাসে এখন পর্যন্ত প্রায় ৯৫ শতাংশ ভোট গণণা হয়েছে। এতে ট্রাম্প পেয়েছেন ৫৫ হাজার ৮৩৮ ভোট। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা রন ডিস্যান্টিস পেয়েছেন ২৩ হাজার ১৭৫ ভোট। ২০ হাজার ৮০৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন নিক্কি হ্যালি। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী পেয়েছেন ৮ হাজার ৩৫৮ ভোট আর আসা হাচিনসন পেয়েছেন মাত্র ১৯০ ভোট।
জয়লাভের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে লেখেন, ‘ ধন্যবাদ আইওয়া। আমি সবাইকে ভালোবাসি।’
আইওয়াই প্রথম রাজ্য, যেখানে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে রিপাবলিকান ভোটাররা তাদের প্রার্থী বাছাইয়ের জন্য ভোট দিচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো ভোটগ্রহণ চলছে। মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে রিপাবলিকানরা ভোট দিচ্ছেন।
এবারের আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতা প্রত্যাশী অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে আছেন ট্রাম্প।
এর আগে, এক প্রতিবেদনে বলা হয়, ককাসে পরিচালিত সর্বশেষ জরিপে দেখা গেছে, আইওয়ায় ৪৮ শতাংশ ভোটারের প্রথম পছন্দের প্রার্থী হচ্ছেন ট্রাম্প। তারই যেন প্রতিফলন দেখা গেল ভোটে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.