11/24/2024 আবারো খনি দুর্ঘটনায় চীনে ১০ জন নিহত, নিখোঁজ ৬
মুনা নিউজ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৪ ০৫:২৯
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ছয়জন।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পিংডিংশানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সিসিটিভি জানায়, কয়লা খনিটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে চীনের এক রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ৪২৫ জন কাজ করছিল।
খবরে আরো বলা হয়, খনির দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা হেফাজতে নিয়েছে।
সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনির নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে দেশটি খনি ব্যবস্থাপনা এবং বড় দুর্ঘটনাগুলো মিডিয়ায় কভারেজ পেলেও এক সময় এসবের অনেকগুলো উপেক্ষিত ছিল।
তারপরও দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনের এ শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চীনে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছে।
গত মাসে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে এক খনি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়।
একই প্রদেশে গত নভেম্বরে আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.