11/22/2024 পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতাদের বাড়িতে তল্লাশি চালালো ইডি
মুনা নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪ ১০:০৭
পশ্চিমবঙ্গের একাধিক মন্ত্রীর বাড়িতে আজ শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু করেছেন ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা। পৌরসভাগুলোয় নিয়োগ দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে আজ সকালে এ তল্লাশি চালানো হয়।
আজ সকালে লেকটাউনে রাজ্যের ফায়ার সার্ভিস মন্ত্রী সুজিত বসুর দুটি বাসভবনে তল্লাশি চালিয়েছেন। একই অভিযোগে আজ বরাহ নগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাসভবনেও তল্লাশি চালানো হয়েছে।
পশ্চিমবঙ্গের ১১৮টি পৌরসভা এবং ৭টি পৌর করপোরেশন আছে। অভিযোগ রয়েছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বেশ কিছু পৌরসভায় অর্থের বিনিময়ে ৫ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তৃণমূল নেতা সুজিত বসু ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বিরুদ্ধে নিয়োগজনিত দুর্নীতির অভিযোগ আছে।
পৌরসভার নিয়োগজনিত এ দুর্নীতি মামলা তদন্তের অংশ হিসেবে আজ সকালে ইডি হানা দেয় এই তিন নেতার বাসভবনে।
এর আগে গত শুক্রবার ইডির কর্মকর্তারা রেশন দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে তৃণমূল নেতা শেখ শাজাহানের বাসভবনে তল্লাশি চালাতে যান। তখন তাঁরা তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এবং মারধরের শিকার হন। তাঁদের তিনজন গুরুতর আহত হন। পরে ইডির কর্মকর্তারা পালিয়ে গিয়ে জীবন রক্ষা করেন। তবে এ ঘটনায় এখনো কেউ আটক হননি। এমনকি অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাজাহানও পালিয়ে যান।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ সকালে আবার দুর্নীতি-কাণ্ডের তদন্তের জন্য ইডি তল্লাশি শুরু করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.