11/22/2024 ইয়েমেনে সংঘাত এড়ানোর আহ্বান সৌদি আরবের
মুনা নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৪ ১০:০১
সংঘাত এড়ানো ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানিয়েছে দেশটি।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তারা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্প্রতি কয়েক মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরব গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ, এই নৌপথে অবাধ বাণিজ্যের স্বাধীনতা আন্তর্জাতিক দাবি।
হামাসের প্রতি জোরালো সমর্থন রয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের বেশির ভাগ অংশের দখল রয়েছে তাদের হাতে। পশ্চিমা-সমর্থিত সৌদি-নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে এক দশকেরও বেশি সময় ধরে সংঘাত চলেছে হুতিদের।
হুতিরা লোহিত সাগরে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোয় হামলা চালাচ্ছে। হুতিরা বলছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বা ইসরায়েল বন্দরগামী জাহাজগুলোতেই তারা হামলা চালাচ্ছে।
হুতিদের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মেদ আবদুলসালাম গতকাল বৃহস্পতিবার বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালালেও সৌদি আরবের সঙ্গে শান্তি আলোচনায় কোনো প্রভাব পড়বে না।
আজ শুক্রবার এএফপির খবর বলছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, বিদেশি জাহাজ লক্ষ্য করে ইরান-সমর্থিত হুতিদের রাডার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাকে খর্ব করতেই এই হামলা চালানো হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.