11/22/2024 বিমানের দরজা ভেঙে পড়ার ঘটনায় ভুল স্বীকার করলো ইউএস বিমান কোম্পানী বোয়িং
মুনা নিউজ ডেস্ক
১১ জানুয়ারী ২০২৪ ০৯:২৫
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের একটি উড়োজাহাজ থেকে মাঝ–আকাশে দরজা ভেঙে পড়ার ঘটনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভুল স্বীকার করেছেন। শতভাগ স্বচ্ছতা বজায় রেখে সমস্যাটি সমাধানেরও আশ্বাস দিয়েছেন তিনি।
গত শুক্রবার পোর্টল্যান্ডের ওরিগন থেকে রওনা করার কিছুক্ষণের মধ্যেই আলাস্কা এয়ারলাইনসের উড়োজাহাজ থেকে অব্যবহৃত একটি দরজা (ডোর প্লাগ) ভেঙে পড়ে। উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের।
ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্র বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের ১৭১টি উড়োজাহাজকে গ্রাউন্ডেড করে (মাটিতে বসিয়ে রাখা) রেখেছে।
মঙ্গলবার বোয়িংয়ের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী ডেভ ক্যালহুন তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেন, ‘আমাদের ভুল স্বীকার করছি।’
উড়োজাহাজের ভেঙে পড়া অংশটির ওজন ২৭ কেজি। উড়োজাহাজের একটি জরুরি বহির্গমনের স্থান ঢেকে রাখতে দরজাটি লাগানো হয়েছিল। তবে আলাস্কা এয়ারলাইনস কর্তৃপক্ষকে কখনো এটি ব্যবহার করতে হয়নি।
যুক্তরাষ্ট্রে পরিবহনের নিরাপত্তা তদারককারী এবং দুর্ঘটনা তদন্তবিষয়ক সংস্থা এনটিএসবি ঘটনাটির তদন্ত করছে। সংস্থাটি বলেছে, পোর্টল্যান্ডের এক শিক্ষকের বাড়ির পেছনের আঙিনার বাগানে উড়োজাহাজের নিখোঁজ অংশটির হদিস পাওয়া গেছে।
গতকাল বোয়িংয়ের কর্মীদের সঙ্গে আলাপকালে ক্যালহুন বলেছেন, শতভাগ এবং পরিপূর্ণ স্বচ্ছতার সঙ্গে বিষয়টির সমাধান করা হবে। কী কারণে ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে এনটিএসবিকে তদন্তকাজে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.