11/22/2024 মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি ব্লিঙ্কেনের
মুনা নিউজ ডেস্ক
৮ জানুয়ারী ২০২৪ ০২:৫৮
ইসরাইল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যাপক অংশজুড়ে নিরাপত্তা হুমকি ও তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
৮ জানুয়ারি, রোববার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এসব কথা বলেন।
সঙ্ঘাত ও উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিঙ্কেন বলেন, ‘এখন এ অঞ্চলে গভীর উত্তেজনা চলছে। এটি এমন একটি যুদ্ধ যা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। যার কারণে আরো নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ দেখা দিতে পারে।’
তিনি আরো বলেন, ‘ইসরাইলের সামরিক অভিযান পরিকল্পনায় অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার বিষয়টি থাকা উচিত। এছাড়া লোকজনের প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা অবশ্যই জরুরি।’
ইসরাইলের দুই মন্ত্রী ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দেয়ার কথা বলার প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেন, ‘তারা এটা পারে না, তারা ফিলিস্তিনিদের গাজা ত্যাগের জন্যে চাপ দিতে পারে না।’
এ দিকে, গাজায় আল জাজিরার দুই সাংবাদিকের নিহত হওয়াকে ব্লিঙ্কেন ‘অকল্পনীয় ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করেন। ব্লিঙ্কেন জর্ডান, তুরস্ক ও গ্রিস সফর শেষে কাতার আসেন। এরপর তিনি আবুধাবী হয়ে সৌদি আরব সফর করবেন।’
অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে আলোচনা চলছে। তবে লেবাননে হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে বলেও জানান তিনি।’
তবে তিনি আশা করে বলেন, ‘আমরা সহজেই হাল ছাড়ছি না। আলোচনা অব্যাহত থাকবে।’
সূত্র : বাসস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.