11/23/2024 ডাকোটায় বিধ্বস্ত হল সুপারসনিক বি-১ বোমারু বিমান
মুনা নিউজ ডেস্ক
৬ জানুয়ারী ২০২৪ ০৯:০৮
যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বি-১বি ল্যান্সার সুপারসনিক বোমারু বিমান অবতরণকালে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটের দিকে মার্কিন বিমান বাহিনীর এলসওয়ার্থ বিমান ঘাঁটির কাছে এটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের এক গণমাধ্যম খবরটি নিশ্চিত করে।
সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত প্রশিক্ষণ অনুশীলন শেষে ঘাঁটিতে ফেরার সময় বিমানটি দুর্ঘটনায় পড়ে।
বিমানটিতে চারজন ক্রু ছিলেন। তারা সবাই নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে এক বিবৃতিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
বি-১বি ল্যান্সার যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান তিনটি কৌশলগত বোমারু বিমানের অন্যতম। এটি একসময় ওয়াশিংটনের শীর্ষ পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান ছিল, যেটি সর্বোচ্চ ২৪টি পারমাণবিক বোমা বহন করতে পারতো। এটি ২২৭ কেজি প্রচলিত বোমা বহন করতে পারে।
এ ধরনের একটি বিমান তৈরি করতে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করতে হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.