11/22/2024 মদিনার নতুন গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান
মুনা নিউজ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৪ ০২:৫০
সৌদি আরবের মদিনা অঞ্চলের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রিন্স সালমান বিন সুলতানকে। এর আগে সেখানে গভর্নর ছিলেন ফয়সাল বিন সালমান আল সৌদ। গত ২৭ ডিসেম্বর প্রিন্স সালমান দেশটির বাদশাহ সালমানের কাছে গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ১ জানুয়ারি তিনি নিজ দায়িত্ব গ্রহণ করেন।
মদিনায় তাঁকে স্বাগত জানান বাদশাহর উপদেষ্টা প্রিন্স ফয়সাল, মদিনা অঞ্চলের ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সালসহ জ্যেষ্ঠ সরকারি-বেসরকারি কর্মকর্তারা।
মদিনার গভর্নর হিসেবে প্রিন্স সালমান প্রথমবার পবিত্র মসজিদ-ই-নববী পরিদর্শন করেন এবং রওজা শরিফে নামাজ পড়েন। এ সময় তাঁকে স্বাগত জানান মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস ও মসজিদ-ই-নববীর ধর্মবিষয়ক উপপ্রধান ড. মুহাম্মদ আল-খুদাইরি।
প্রিন্স সালমান ১৯৭৬ সালে সৌদি আরবের দাহরান অঞ্চলে জন্মগ্রহণ করেন।
দেশটির সর্বশেষ সাবেক ক্রাউন প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ ছিলেন তাঁর পিতা। তিনি কিং আবদুল আজিজ মিলিটারি কলেজ থেকে সামরিক বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন। প্রিন্স সালমান মদিনার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের আগে সৌদি আরবের উপপ্রতিরক্ষামন্ত্রী ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করেন। তা ছাড়া তিনি হাউস অব সৌদির সদস্য হিসেবে রয়েছেন।
সূত্র : সৌদি গেজেট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.