11/22/2024 ২৫ বছরের রেকর্ড ভেঙে মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নামল সুইডেনের তাপমাত্রা
মুনা নিউজ ডেস্ক
৪ জানুয়ারী ২০২৪ ০৮:৩৩
তাপমাত্রায় নতুন রেকর্ড গড়েছে সুইডেন। দেশটি তাদের ২৫ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। সুইডেনের উত্তরাঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। বর্তমানে পুরো নর্ডিক অঞ্চলে এমন তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে।
দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড এএফপিকে বলেন, ১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারি মাসে প্রথমবারের মতো এমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। এর আগে ১৯৫২ সালেও একই তাপমাত্রা রেকর্ড করা হয়।
তিনি জানান, দেশটির উত্তরাঞ্চলের কেভিকজোক-আরেনজানকা কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৪৩ দশমিক ৬ ডিগ্রিতে নেমেছে। ১৮৮৮ সালে তাপমাত্রা রেকর্ড শুরু করার পর এ কেন্দ্রটিতে এবারই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
মাইনাস তাপমাত্রার সাথে অতি পরিচিত সুইডেন। তবে গত কয়েকদিন ধরে দেশটির এ তাপমাত্রা এতটা কমেছে যে সেখানে বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে। এমনকি দেশটির উমেরা শহরে কয়েকদিন ধরে ট্রেনযাত্রাও বাতিলের খবর পাওয়া গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.