11/22/2024 বাইডেনকে বয়কট করার আহ্বান আমেরিকান মুসলিমদের
মুনা নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩ ০৪:৫৩
গাজায় সঙ্ঘাত পরিচালনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশ্বাসঘাতক উল্লেখ করে তাকে ‘বয়কট’ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা।
ডিসেম্বর মাসের শুরুতে মিশিগান, মিনেসোটা, অ্যারিজোনা, উইসকনসিন, ফ্লোরিডা, জর্জিয়া, নেভাদা এবং পেনসিলভেনিয়ার মুসলিম নেতারা ‘বয়কট বাইডেন’ প্রচারণা শুরু করেন।
৩০ ডিসেম্বর, শনিবার ইলিনয়েতের শিকাগো শহরে একটি জাতীয় সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে সক্রিয়ভাবে বাইডেনের বিরুদ্ধে প্রচারণা চালানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। মুসলিম আমেরিকান সোসাইটি এবং ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা ওই সম্মেলনের আয়োজন করে।
নেতারা বলেছেন, তারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার কারণে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে বাইডেনের ক্ষতির নিশ্চয়তা দিতে চান। গাজায় ইসরাইলি হামলায় ২১ হাজারের বেশি লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু এবং নারী।
প্রচারণার মুখপাত্র হাসান আবদেল সালাম বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি মর্যাদা ও জীবনের মূল্য লঙ্ঘন করেছেন।’
তিনি আরো বলেন, ‘আপনি যখন গাজার ২২ লাখ বাসিন্দাকে পানি দিতে অস্বীকার করেন তখন আপনার পক্ষে ভোট দেয়ার অর্থ কী?’
সূত্র : আল জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.