11/25/2024 টেক্সাসে বন্দুক হামলায় এক বাংলাদেশির মৃত্যু
মুনা নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৪
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ২৯ ডিসেম্বর, শুক্রবার টেক্সাসের বিউমন্টে একটি দোকানে এ ঘটনা ঘটে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে আসেন নিহত শেখ আবির হোসেন (৩৪)। তিনি লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী পদে কর্মরত ছিলেন।
আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টে নিহত হন। সেখানে তিনি স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে।
স্থানীয় টিভি চ্যানেল কেএফডিএম জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়।
আবিরের বড় ভাই জাহিদুল ইসলাম শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আজ বিকেলে নিউইয়র্কে বসবাসরত এক পরিবারের সদস্য তার ভাইয়ের মৃত্যুর খবর তাকে জানান।
বিউমন্ট পুলিশ এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ১৯ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে এবং সন্দেহভাজন অপর একজন এখনো পলাতক।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। পরে তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে যোগ দেন।
তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। আবিরের স্ত্রীও যুক্তরাষ্ট্রে থাকেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.