11/13/2024 ঘন কুয়াশায় ভারতে রেড অ্যালার্ট জারি
মুনা নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ০৪:২১
কয়েক দিন ধরেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে উত্তর ভারতের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়। বর্তমানে এসব অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। ২৯ ডিসেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার কারণে শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। একই চিত্র দেখা গেছে রেলস্টেশনে। দিল্লিগামী ১১টি ট্রেন বিলম্বিত হচ্ছে।
গতকাল ২৮ নভেম্বর, বৃহস্পতিবারের চিত্রও একই রকম ছিল। ওই দিন দিল্লি বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১৩৪টি ফ্লাইট বিলম্ব হয়েছে। এদের মধ্যে ৬০টির মতো আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা প্রভাবিত হয়েছে। দিল্লি রেলস্টেশনের চিত্রও একই ছিল। ২২টি ট্রেন বিলম্বিত হয়েছে। ফলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।
তবে আজ দিল্লিতি বাতাসের মানে কিছুটা উন্নতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী দিল্লির বায়ুর মান ৩৫৬ রেকর্ড করা হয়েছে। আজ সামান্য উন্নতি হলেও আগামী দুদিন দিল্লির বাতাসের গুণমান খুব খারাপই থাকছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ সতর্কবার্তায় বলেছে, আগামী পাঁচ দিন হরিয়ানা ও পাঞ্জাবে ঘন কুয়াশা বিরাজ করবে। আর উত্তরপ্রদেশে তিন দিন ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া বিভাগের সতর্কবার্তা আমলে নিয়ে বাস চালানো নিয়ে নির্দেশনা জারি করেছে উত্তরপ্রদেশের রোড ট্রান্সপোর্ট করপোরেশন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.