11/22/2024 ফের বাড়ানো হলো হজ নিবন্ধনের সময়
মুনা নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ০১:৪০
২০২৪ সালে পবিত্র হজে যেতে বাংলাদেশের হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় নিবন্ধনের সময়সীমা বাড়ানো হলো। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে হজ নিবন্ধনের সময় বাড়ানো কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আবু তাহির।
বাংলাদেশে এবার হজ নিবন্ধন শুরু হয়েছে গত ১৬ সেপ্টেম্বর, সময় বেঁধে দেওয়া হয় ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে মন্ত্রণালয় হজ নিবন্ধনের সময় বাড়ায় ৩১ ডিসেম্বর পর্যন্ত । বাংলাদেশে চলতি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের কারণে হজ নিবন্ধনের সময়সীমা ফের বাড়ানো হলো। ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।
ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী হজযাত্রীরা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে আগ্রহীরা চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই প্যাকেজের অবশিষ্ট অর্থ জমাদানের মাধ্যমে নিবন্ধন চূড়ান্ত করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী বছর বাংলাদেশ থেকে পবিত্র হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এবার হজে যেতে কোনো বয়সসীমা নেই।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারিভাবে ২ হাজার ৯৫২ জন এবং বেসরকারিভাবে ২২ হাজার ৯৬১ জন হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.