11/22/2024 অবশেষে সুইডেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানে তুরস্কের সবুজসংকেত
মুনা নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৩৮
ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে সবুজসংকেত দিয়েছে তুরস্ক। ২৬ ডিসেম্বর মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে বিদেশবিষয়ক কমিশন এই সংকেত দেয়। সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে তাদের যে আপত্তি ছিল, ১৯ মাস ধরে জলঘোলার পর অবশেষে তা মেনে নেওয়া হলো। এখন তুরস্কের পার্লামেন্ট চূড়ান্ত ছাড়পত্র দিলেই সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়া সম্ভব হবে।
সুইডেনের ন্যাটোয় যোগদান নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ন্যাটোর অন্য প্রতিনিধি দেশগুলো সুইডেনকে ছাড়পত্র দিলেও তুরস্ক দিতে রাজি হচ্ছিল না। তুরস্কের অভিযোগ ছিল, সুইডেন কুর্দ সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেয়। তাদের সমর্থন করে। ন্যাটো কুর্দ যোদ্ধাদের গোষ্ঠীকে সন্ত্রাসী বললেও সুইডেন নিজের দেশে তাদের সন্ত্রাসী বলে মনে করে না।
এখানেই শেষ নয়। এরই মধ্যে সুইডেনে একাধিকবার পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। তুরস্ক এর তীব্র নিন্দা করেছে। এই দুই বিষয় নিয়ে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি নিয়ে তুরস্ক বারবার তীব্র আপত্তি জানিয়েছে। ন্যাটো অবশ্য তুরস্কের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তুরস্কের পার্লামেন্ট কমিশন সবুজসংকেত দিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.