11/22/2024 লাইবেরিয়ায় জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণে নিহত ৪০
মুনা নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৫
নাজুক সড়কপথ ও দুর্বল অবকাঠামোর কারণে সাব–সাহারা আফ্রিকা অঞ্চলটি দুর্ঘটনার দিক থেকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অঞ্চলে পরিণত হয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে লোয়ার বং কাউন্টির টোটোটাতে এ দুর্ঘটনা ঘটে।
২৭ ডিসেম্বর বুধবার লাইবেরিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ এ তথ্য জানিয়েছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সিস কাতেহ জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে থাকা মানুষেরা হতাহত হয়েছেন।
আহত ব্যক্তির সংখ্যা নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে গুরুতরভাবে দগ্ধ কয়েক ডজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান কাতেহ।
নাজুক সড়কপথ ও দুর্বল অবকাঠামোর কারণে সাব–সাহারা আফ্রিকা অঞ্চল দুর্ঘটনার দিক থেকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অঞ্চলে পরিণত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে, দুর্ঘটনায় ইউরোপে গড়ে যতজন নিহত হয়, সে তুলনায় সাব–সাহারা আফ্রিকা অঞ্চলে নিহত মানুষের সংখ্যা তিন গুণ বেশি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.