11/22/2024 ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ২৫০ ফিলিস্তিনি
মুনা নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩ ০৫:৩৯
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ছিটমহলটির আল-মাঘাজি শরণার্থী শিবিরে আইডিএফের এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ ফিলিস্তিনি। সব মিলিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গতকাল ২৫ ডিসেম্বর, সোমবার রাতে জানায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরা।
এক প্রতিবেদনে বলা হয়েছে, আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পের এক ভুক্তভোগী জানিয়েছেন তিনি পরিবারের সবাইকে হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন পাঁচ ভাইসহ তাদের পরিবার।
শরণার্থী শিবিরের এক শেষকৃত্য অনুষ্ঠানে কাফনে মোড়ানো নিহতদের পাশে সাধারণ ফিলিস্তিনিদের সারিবদ্ধভাবে দেখা যায়। নিহতদের বেশির ভাগই ছিলেন নারী ও শিশু।
আইডিএফের ওই হামলায় শরণার্থী শিবিরের সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার খবর জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যাম।
বরাবরই গাজার বেসামরিক বাসিন্দাদের লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। ফলে উপত্যকায় প্রতিদিন অন্তত কয়েকশ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন।
উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২০ হাজার ৭০০ ফিলিস্তিনি। যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি মানুষ। অন্যদিকে অক্টোবরের শুরুতে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন এবং জিম্মি হন ২৪০ জন। এর মধ্যে কয়েক ডজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এছাড়া গাজায় প্রায় ১৫০ সেনা হারিয়েছে ইসরায়েল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.