11/24/2024 ইসরাইলকে অ্যাপাচি হেলিকপ্টার দিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের
মুনা নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩ ০৫:১৪
গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরাইলকে অ্যাপাচি হেলিকপ্টার দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ২৬ ডিসেম্বর, মঙ্গলবার ইসরাইলভিত্তিক গণমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ (ইনেট)-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ওয়াশিংটনের কাছে অ্যাপাচি হেলিকপ্টার চেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র তেল আবিবের ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিরাপত্তা সূত্র জানিয়েছে, সংবেদনশীল এই ইস্যুর শেষ কথাটি এখনো বলা হয়নি। তবে ইসরাইল সামরিক বাহিনীর বহরে আরো অ্যাপাচি হেলিকপ্টার যুক্ত করার চাপ অব্যাহত রেখেছে।
ইনেট জানিয়েছে, গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন যখন তেল আবিব সফরে ছিলেন, তখন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অনুরোধ জানিয়েছিলেন।
উল্লেখ্য, গাজায় বেসামরিক মৃত্যু এবং গভীরতর মানবিক সঙ্কট নিয়ে বিদেশী সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের মধ্যে অস্টিনের সফর এসেছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.