11/23/2024 সাংবাদিক হত্যা বন্ধের দাবি যুক্তরাষ্ট্রের সাংবাদিক সংগঠনের
মুনা নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাংবাদিক হত্যা বন্ধ ও তাদের ওপর ইসরাইয়েলের বর্বোরোচিত হামলা ও নৃশংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এসোসিয়েশন অব সাউথ এশিয়ান আমিরিকান জার্নালিস্ট নেতারা। যুক্তরাস্ট্রের এশিয়ান সাংবাদিকদের এ সংগঠনটির উদ্যেগে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তারা অবিলম্বে এ হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে যুক্তরাস্ট্রসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লস্কর আল মামুনের সঞ্চালনায় “গাজায় সাংবাদিকদের ওপর ইসরাইয়েলি নৃশংসতা” শীর্ষক আলোচনায় বিশেষ আলোচক হিসেবে অংশ নেন যুক্তরাস্ট্রের নিউ জার্সি প্লেইন্সবোরো শহরের কাউন্সিলর, একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, যুক্তরাস্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী রানা হাসান মাহমুদ, সাংবাদিক জিসান জাভেদ, দস্তগীর জাহাঙ্গীর, অহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি প্রকৌশলী রানা হাসান মাহমুদের উদ্যোগে যুক্তরাষ্ট্রে কর্মরত দক্ষিণ এশিয়ান অরিজিন সাংবাদিকদের নিয়ে গঠিত হয় এসোসিয়েশন অব সাউথ এশিয়ান আমিরিকান জার্নালিস্ট সংগঠন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.