11/23/2024 ভিসা ছাড়া তুরস্কে যেতে পারবেন ৬ দেশের নাগরিকর
মুনা নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৪
পর্যটন খাতের উন্নয়নে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশ। এবার প্রায় একই ধরনের উদ্যোগ নিয়েছে তুরস্ক। ভ্রমণের উদ্দেশে সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ২৩ ডিসেম্বর, শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড় দেয়ার সিদ্ধান্ত জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ২২ ডিসেম্বর, শুক্রবার এ সিদ্ধান্ত জারি করা হয়, যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শনিবার।
তুরস্কের নতুন এই ঘোষণায় উল্লেখিত ছয় দেশের নাগরিক ভিসা ছাড়াই প্রতি ১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.