11/22/2024 ৮৮৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর প্রেসিডেন্ট বাইডেনের
মুনা নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩ ০১:০৪
আগামী অর্থ বছরের জন্য ৮৮৬ বিলিয়ন ডলারের জাতীয় প্রতিরক্ষা বিল অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর, শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। খবর রয়টার্স।
মূলত প্রতিরক্ষা বিভাগ, জ্বালানি, জাতীয় নিরাপত্তা কর্মসূচি, পররাষ্ট্র বিভাগ ও গোয়েন্দা সংস্থাগুলোর জন্য অর্থবছরের বরাদ্দ অনুমোদন দেয় এ আইন।
এতে ইউক্রেনের জন্য সাহায্য অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের বিরুদ্ধে নেয়া কর্মসূচিগুলো অনুমোদন করেছে বিলটি।
ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা এনডিএএ নামের এ বিল গত সপ্তাহে পাস করেছে কংগ্রেস। ডেমোক্র্যাটিক-নিয়ন্ত্রিত আমেরিকান সিনেনে ৮৭-১৩ ভোটে সংখ্যাগরিষ্টতা পায়। অন্যদিকে প্রতিনিধি পরিষদে ৩১০-১১৮ ভোটে পাস হয়।
কংগ্রেসে প্রতি বছর পাশ হওয়া প্রধান বিলগুলোর অন্যতম এনডিএএ। এতে প্রতিরক্ষা খাতের সদস্যদের বেতন বৃদ্ধি এবং যুদ্ধ জাহাজ ও উড়োজাহাজ কেনাকাটা থেকে শুরু করে তাইওয়ানের মতো বিদেশী অংশীদারদের সমর্থনের মতো নীতি অন্তর্ভুক্ত থাকে।
প্রায় তিন হাজার ১০০ পৃষ্ঠার আইনটি পরিষেবা সদস্যদের জন্য ৫ দশমিক ২ শতাংশ বেতন বৃদ্ধির আহ্বান জানিয়েছে এবং দেশের মোট জাতীয় নিরাপত্তা বাজেট প্রায় ৩ শতাংশ বাড়িয়ে ৮৮৬ বিলিয়ন ডলার করেছে।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.