11/23/2024 কাশ্মিরে স্বাধীনতাকামীদের সাথে সংঘর্ষে ৫ সেনা নিহত
মুনা নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩ ০২:২২
ভারতশাসিত জম্মু-কাশ্মিরে স্বাধীনতাকামীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় সময় ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে স্বাধীনতাকামীরা গুলি চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়।
ভারতীয় গনমাধ্যম সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে স্বাধীনতাকামীরা গুলি চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী অবশ্য গত বুধবার রাত থেকে ডেরা কি গলি এলাকা এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনও চলছে।
ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’
এর আগে গত মাসে ভারতীয় সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী কাশ্মিরের রাজৌরির কালাকোটে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে স্বাধীনতাকামীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল। গত দুই বছরে ওই এলাকায় ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.