11/23/2024 ২০২৪ এর মার্চে রোম ফ্লাইট চালু করছে বিমান
মুনা নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩ ০৮:১৪
আগামী বছরের মার্চে ইতালির রোমে ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম এ কথা জানিয়েছেন। বিমানের বিএটিসি অডিটরিয়ামে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে সংলাপে শফিউল আজিম এ কথা জানান।
শফিউল আজিম বলেন, বিমানের রোম ফ্লাইট পরিচালনার জন্য জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগ, জনবল নিয়োগ, বাজার যাচাই করা হয়েছে। ২৫০ থেকে ২৭০ আসনের ড্রিমলাইনার দিয়ে এই ফ্লাইট চালু করা হবে। তবে সরাসরি নাকি অন্য কোনো দেশে ট্রানজিট দিয়ে ফ্লাইট চালু হবে, তা নিয়ে কাজ চলছে। এ ছাড়া কুয়েতে ট্রানজিট দিয়ে রোম ফ্লাইট চালু করলে তা বাণিজ্যিকভাবে লাভবান হবে কি না, তা নিয়েও কাজ চলছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, হংকংয়ে কার্গো ফ্লাইট চালু করা হবে। পাশাপাশি চীনের কুনমিংয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের। সিলেট থেকে বিশ্বের বিভিন্ন রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য আছে।
বিমান কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন। বোয়িং কেনার জন্য তিনি বিমানকে প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এখানে সরকারের শেয়ার আছে। ব্যবসায়িক দিক থেকে যেখানে লাভ হবে, যাঁরা সুযোগ-সুবিধা বেশি দেবেন, ভালো ব্যবহার করবেন, তাঁদের সঙ্গে বিমান ব্যবসা করবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘যাঁরা আমাদের কাছে ব্যবসার প্রস্তাব নিয়ে আসেন, তাঁদের মধ্যে যাঁরা ভালো প্রস্তাব দেন, তাঁদের আমরা স্বাগত জানাই। আর প্রস্তাব যদি ভালো না হয়, গ্রাহক হিসেবে আপনি যা করেন, আমিও তা–ই করি।’
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এটিজেএফবির সাধারণ সম্পাদক জিয়াউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি তানজিম আনোয়ার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.