04/16/2025 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে শিক্ষার্থীকে মারধর
মুনা নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩ ০৮:০২
বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ২০ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিচার চেয়ে ২১ তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, তাঁর মুঠোফোন থেকে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা নিয়ে গেছেন অজ্ঞাতপরিচয় একদল যুবক। কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মধ্যবর্তী একটি সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যয়নরত। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে না থেকে বাইরে ভাড়া বাসায় থাকেন। তিনি হামলাকারীদের চিনতে পারেননি।
প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বাসায় ফিরছিলেন। পথে শহীদ মিনারসংলগ্ন আবাসিক এলাকার ফুটপাতে ছয় থেকে সাতজনের একটি দল তাঁকে জিজ্ঞাসা করে, তিনি ছাত্র ইউনিয়ন করেন কি না। বারবার একই প্রশ্ন করা হলেও তিনি জানান যে তিনি কোনো রাজনৈতিক দলে জড়িত নন। একপর্যায়ে তারা মুঠোফোন চেক করতে চায় এবং মেসেঞ্জার (ফেসবুক) চ্যাটবক্স দেখাতে বলে। ব্যক্তিগত তথ্য বলে দেখাতে না চাইলে তারা মারধর করে।
মাথা ও মুখে হাত দিয়ে আঘাত করতে ধাকায় তিনি মেসেঞ্জারের চ্যাটবক্স দেখাতে বাধ্য হন বলে উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, তাঁর ব্যাগেও তল্লাশি চালানো হয়। পরে ব্যাগে কয়েকটা কাগজের গোল্লা ঢুকিয়ে দিয়ে বলে, তিনি কেন গাঁজা নিয়ে ঘুরছেন। এ অবস্থায় তারা কান ধরিয়ে ছবি তোলে এবং গাঁজার ছবি তোলে। বাসার ঠিকানা নেয়, ব্যক্তিগত বিভিন্ন তথ্য নেয়।
ছবি ও ব্যক্তি তথ্য অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ওই শিক্ষার্থী বলেন, আজ বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাকসুদুর রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জরুরি ভিত্তিতে সিসিটিভির ফুটেজ দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
অবশ্য এ বিষয়ে জানতে পরে মুঠোফোনে একাধিক কল করা হলেও প্রক্টর মাকসুদুর রহমান সাড়া দেননি।
প্রসঙ্গত, টিএসসির রাজু ভাস্কর্যে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত মেট্রোরেলের অস্থায়ী প্রতিকৃতি বসানো ও সরানো নিয়ে কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। ছাত্রলীগ দুই দফায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের পিটিয়েছে। এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় টিএসসির সঞ্জীব চত্বরে সন্ত্রাসবিরোধী আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ছাত্র ইউনিয়ন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.