11/23/2024 পাকিস্তান নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে : নওয়াজ শরিফ
মুনা নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩ ০৭:২২
কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে দেশটিতে হতে চলেছে সাধারণ নির্বাচন। এই প্রেক্ষাপটে পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
তিনি বলেন, ‘ভারত, যুক্তরাষ্ট্র কিংবা আফগানিস্তান-কেউই পাকিস্তানের পতন বয়ে আনেনি, পাকিস্তান নিজেই এর জন্য দায়ী।’
রয়টার্স জানিয়েছে, নওয়াজ শরিফ তার ভাষণে নাম উল্লেখ না করে পাকিস্তানের সেনাবাহিনীকেও তোপ দাগেন। তার তিনবার ক্ষমতা থেকে পতনের নেপথ্যে দেশটির সেনাবাহিনী দায়ী ছিল এমন ইঙ্গিত দিয়ে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, ‘আজ পাকিস্তান যেখানে দাঁড়িয়ে রয়েছে, তা ভারতের জন্য নয়, এর জন্য আমেরিকা বা আফগানিস্তানও দায়ী নয়। আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি।’
পাকিস্তানের পাকিস্তান-মুসলিম-লিগ-নওয়াজের নেতা নওয়াজ শরিফ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ১৯৯৩, ১৯৯৯, ২০১৭ সালে পদচ্যূত হন।
ওই তিনবারের প্রসঙ্গ তুলে নওয়াজ বলেন, ‘পাকিস্তানের সেনাবাহিনী একটি নির্ধারিতকে সরকারকে দেশের গদিতে বসিয়েছিল, আর তা হয়েছে ২০১৮ সালের ভোটে রিগিংয়ের মাধ্যমে। যার হাত ধরে পাকিস্তানের মানুষ ও অর্থনীতির পতন হয়েছে।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.