11/28/2024 ১৮-২০ বছর বয়সী ব্যক্তির ‘হ্যান্ডগান’ কেনার অধিকার আছে : বিচারক রবার্ট পেনি
মুনা নিউজ ডেস্ক
১২ মে ২০২৩ ১১:৪৮
যুক্তরাষ্ট্রের একটি আদালত বলেছেন, দেশটির ১৮ থেকে ২০ বছর বয়সী ব্যক্তির হাতবন্দুক (হ্যান্ডগান) কেনার অধিকার রয়েছে।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক রবার্ট পেনি গত বুধবার এক মামলার রুলে এ অভিমত দেন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, ২১ বছরের কম বয়সী ব্যক্তির কাছে লাইসেন্সধারী বন্দুক ব্যবসায়ীদের হাতবন্দুক বিক্রি নিষিদ্ধ। ফেডারেল আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করেছেন ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক। আদালত তাঁর রুলে বলেন, ১৮ বছরের বেশি বয়সী যে কারও হাতবন্দুক কেনার অধিকার থাকা উচিত।
হাতবন্দুক কিনতে আগ্রহী চার ব্যক্তি মামলাটি করেছিলেন। তাঁদের বয়স ১৮ বছরের বেশি, তবে ২১ বছরের কম। বয়সসংক্রান্ত আইনি বাধ্যবাধকতার কারণে হাতবন্দুক কিনতে না পেরে তাঁরা মামলা করেন।
ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক তাঁর অভিমতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ে এ কথা উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট বলেছিলেন, মার্কিন জনগণের অস্ত্র রাখা ও বহনের অধিকার লঙ্ঘন করা উচিত নয়।
এ প্রসঙ্গে বিচারক রবার্ট পেনি বলেন, যুক্তরাষ্ট্রে ১৮ বছর হলে ভোট দেওয়া যায়। এমনকি সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ন্যূনতম বয়সও ১৮ বছর। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সহিংসতা বাড়ছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে গুলিতে ৪৭ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। এর মধ্যে আত্মহত্যাও রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.