11/23/2024 চীনে ভূমিকম্পে নিহত বেড়ে ১১৮ , উদ্ধার অভিযান বাধাগ্রস্ত
মুনা নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১২:০৬
চীনে গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে এই ভূমিকম্পে নিহত বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি এই ভূমিকম্পে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো।
স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫৯ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে প্রতিবেশী কিংহাই প্রদেশও কেঁপে ওঠে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। গভীরতা ১০ কিলোমিটার। ভূমিকম্পে আহত কয়েকশ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে গানসু প্রদেশে। প্রদেশটির জিশিশান কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটির পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট, বিদ্যুৎ-পানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষজ্ঞরা বলেছেন, এই ভূমিকম্পটির মাত্রা বেশি ছিল। গভীরতা ছিল কম। এ কারণে হতাহতসহ ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, ভূমিকম্পে সড়ক ও অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায়, ভূমিধসের ঘটনা এবং একটি গ্রামের অর্ধেক পলিতে চাপা পড়ায় তাদের কাজ জটিল হয়ে পড়েছে। দেশজুড়ে শক্তিশালী শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় চীনের বেশিরভাগ অংশ হিমাঙ্কের নিচে রয়েছে যার কারণে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। সূত্র: আল জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.