11/22/2024 তেজগাঁও স্টেশনে ট্রেনে আগুন দিলো দুর্বৃত্তরা, নিহত ৪
মুনা নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১২:০১
বাংলাদেশের রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ ওই ট্রেনের চার যাত্রী নিহত হয়েছেন। ১৯ ডিসেম্বর, মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।
নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন। বাকি দুজন পুরুষ, তাদের পরিচয় জানা যায়নি। মরদেহগুলো উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার জানিয়েছেন, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে তিনটি ইউনিট গিয়ে সকাল ৬ট ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করে। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হয়ে খিলক্ষেতে এলে বগিগুলোতে আগুন দেখতে পান যাত্রীরা। তারা চিৎকার শুরু করলে শুনতে পেরে চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান। আগুন নেভানোর পর ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.