11/23/2024 বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর
মুনা নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১১:৫১
যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালিত এক জরিপে বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেল তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। ১৮ ডিসেম্বর, সোমবার প্রকাশিত ওই জরিপের ফলাফলে বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবা, বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা এবং করবিহীন কেনাকাটার সূচকেও শীর্ষে রয়েছে ইস্তাম্বুল বিমানবন্দর।
জরিপটিতে অংশ নিয়েছেন মোট ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা গ্রহণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।
বিমানবন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের সেরা বিমান বন্দরসহ পাঁচটি ক্যাটাগরিতে ইস্তাম্বুল বিমানবন্দর শীর্ষে রয়েছে, এটি আমাদের জন্য খুবই আনন্দের খবর।
২০১৮ সালের ২৯ অক্টোবর তুরস্কের ৯৫তম প্রজাতন্ত্র দিবসে তুরস্কের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বিমানবন্দরটি উদ্বোধন করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.