11/23/2024 অবৈধ অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করবে টেক্সাস পুলিশ
মুনা নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩ ১১:৪৮
টেক্সাস সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করবে টেক্সাস-পুলিশ। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে নতুন আইন প্রণয়ন করেছে এই অঙ্গরাজ্যটি।
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন পাস হওয়া আইনে সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকে বেআইনি বলে গণ্য করা হবে এবং এই ধরনের কাজ কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এই আইন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের গুলোতে পাস হওয়া কঠিনতম অভিবাসন আইনগুলোর মধ্যে একটি।
গত নভেম্বরে টেক্সাসের রিপাবলিকান-নেতৃত্বাধীন আইনসভার উভয় হাউসে পাস হওয়া আইনটি আগামী বছরের মার্চে কার্যকর হতে চলেছে।
যুক্তরাষ্ট্রের আদালত আগেই রায় দিয়েছে শুধুমাত্র ফেডারেল সরকার অভিবাসন আইন প্রয়োগ করতে পারে। তাই টেক্সাসের প্রণয়ন করা নতুন এই আইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে দেশে। যদিও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যুক্তরাষ্ট্রে ফেডারেল অপরাধ হিসেবে পরিগণিত হয়।
আইনটি স্কুল এবং হাসপাতাল ব্যাতিত সকল স্থানে, যে কাউকে ‘সন্দেহভাজন’ অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী হিসেবে গ্রেপ্তার করার ক্ষমতা দেবে পুলিশকে। সমালোচকরা বলছেন এই আইনটি জাতিগত বিদ্বেষের সৃষ্টি করবে। তবে এই আইন টেক্সাসে অবৈধভাবে প্রবেশের উত্তাল ঢেউ বন্ধ করবে বলে মন্তব্য করেছেন টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.