11/22/2024 তাজমহলের চেয়েও সুন্দর হবে অযোধ্যার সেই মসজিদ
মুনা নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৩
ভারতের অযোধ্যায় তৈরি হচ্ছে বাবরি মসজিদের বিকল্প মসজিদ। শিগগির এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মসজিদুল হারামের একজন সম্মানিত ইমাম। মসজিদ কমিটি দাবি করছেন, অনন্য বৈশিষ্ট্যের এ মসজিদটি কেবল ভারতের বৃহত্তম মসজিদই হবে না, বরং এটি তাজমহলের চেয়েও সুন্দর হবে। খবর হিন্দুস্তানটাইমস।
জানা গেছে, অযোধ্যার যে জায়গায় বাবরি মসজিদ ছিল, সেখানে এখন রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে। একই সময়ে অযোধ্যার ধন্নিপুর এলাকায় চলছে মসজিদ নির্মাণের প্রস্তুতি। আগের জায়গা থেকে ২৫ কিলোমিটার দূরে পাঁচ একর জায়গায় নির্মিতব্য এই মসজিদের নাম রাখা হয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদ।
এ মসজিদ নির্মাণের জন্য ২০২০ সালের ২৯ জুলাই ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্টই মসজিদ নির্মাণ কাজের তদারকি করবে। গত অক্টোবরে অনুষ্ঠিত এক বৈঠকে মসজিদটির নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে মসজিদের নকশাও প্রকাশ করা হয়।
মুম্বইয়ের বিজেপি নেতা এবং মুহাম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হাজি আরাফাত শেখ বলেছেন, ধন্নিপুরের এ মসজিদটি হবে ভারতের বৃহত্তম মসজিদ। বিশ্বের বৃহত্তম কোরআনও থাকবে এ মসজিদে, যার উচ্চতা হবে ২১ ফুট এবং প্রস্থ হবে ৩৬ ফুট। মসজিদটিতে থাকবে পাঁচটি মিনার। ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতীক হিসেবে এ পাঁচটি মিনার রাখা হচ্ছে।
জানা গেছে, মসজিদুল হারামের একজন ইমামকে আমন্ত্রণ জানিয়ে এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কমিটির দাবি, তৈরি হওয়ার পর সৌন্দর্য্যরে দিক থেকে এ মসজিদ ভারতের বিখ্যাত স্থাপনা তাজমহলকেও ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, রাম মন্দির বনাম বাবরি মসজিদ বিতর্ক নিয়ে ১০০ বছরেরও দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছিল ২০১৯ সালের ৯ নভেম্বর। সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ওই রায়ে উত্তরপ্রদেশ সরকারকে অযোধ্যার রামজন্মভূমি থেকে ২৫ কিলোমিটার দূরে একটি মসজিদ তৈরির জন্য জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই জমিতেই নতুন এই মসজিদটি নির্মাণ করা হবে। মসজিদ ছাড়াও কমপ্লেক্সে একটি ক্যান্সার হাসপাতাল, স্কুল ও কলেজ, একটি জাদুঘর, একটি গ্রন্থাগার থাকবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.