04/10/2025 অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে : ডোনাল্ড ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৩:৩৪
অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ১৬ ডিসেম্বর, শনিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প এ কথা বলেন। রিপাবলিকান এই প্রার্থী বিতর্কিত এই মন্তব্য করেছেন বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগেও এ ধরনের মন্তব্যের জন্য তাঁকে জেনোফোবিক ও নাৎসি বাহিনীর প্রতিধ্বনি বলে সমালোচনা করা হয়েছে।
প্রচারণায় তিনি আমেরিকা-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গত সেপ্টেম্বরে এই সীমান্ত দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ নতুন উচ্চতায় পৌঁছেছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিষিদ্ধ ও বৈধ অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপ করবেন বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারের ডারহাম শহরে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘দক্ষিণ আমেরিকাসহ এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আসছে। তারা আমাদের দেশের রক্ত দূষিত করছে। সমগ্র বিশ্ব থেকেই তারা আমাদের দেশে ভিড় জমাচ্ছে।’
গত সেপ্টেম্বরে ডানপন্থী ওয়েবসাইট দ্য ন্যাশনাল পালসের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প একই বক্তব্য দিয়েছেন। অ্যান্টি-ডিফেমেশন লিগ তাঁর এ মন্তব্যের তিরস্কার করে। লিগের নেতা জনাথান গ্রিনব্ল্যাট এই ভাষাকে ‘বর্ণবাদী, জেনোফোবিক এবং অত্যন্ত ঘৃণ্য’ বলে অভিহিত করেন। জেনোফোবিয়া হলো অজ্ঞাতভীতি বা অজানার প্রতি ভয়।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ও ফ্যাসিজমের এক বইয়ের লেখক জনাথান স্ট্যানলি বলেন, ‘ট্রাম্পের বারবার একই ভাষার ব্যবহার বিপজ্জনক। তাঁর এই শব্দগুলো নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের কথা মনে করিয়ে দেয়। হিটলার বলতেন, ইহুদিরা জার্মানদের রক্ত দূষিত করছে।’
স্ট্যানলি বলেন, এখন তিনি নির্বাচনী সমাবেশে বারবার একই শব্দগুচ্ছ ব্যবহার করছেন। বিপজ্জনক মন্তব্যের পুনরাবৃত্তি এটিকে স্বাভাবিক করে তোলে এবং এতে উল্লেখিত বিষয় বাস্তবায়নের ঝুঁকি বাড়িয়ে তোলে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিরাপত্তার জন্য এটি খুবই উদ্বেগজনক।’
গত অক্টোবরে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং সাবেক এই প্রেসিডেন্টের ‘উদ্ভট’ ভাষার সমালোচনা উড়িয়ে দেন। তিনি বলেন, বিভিন্ন বই, সংবাদ প্রতিবেদন ও টিভিতে একই ভাষা প্রচলিত। গতকাল শনিবারে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে চেউং তাৎক্ষণিক কোনো জবাব দেননি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.