11/23/2024 ইন্তেকাল করেছেন কুয়েতের আমির, ৪০ দিনের শোক
মুনা নিউজডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:২৭
ইন্তেকাল করেছেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তবে কর্তৃপক্ষ মৃত্যুর কোনো কারণ জানায়নি।
আমিরি আদালতের মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ’র মৃত্যুতে শোক সংবাদ প্রকাশ করছি।
শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহর মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে দেশটি। পাশাপাশি দেশটরি সরকারি অফিসগুলো তিন দিনের জন্য বন্ধ থাকবে।
সরকারি কুয়েত নিউজ এজেন্সি (কুনা) অনুসারে, বুধবার থেকে দেশটির সরকারি অফিসগুলোতে কাজ পুনরায় শুরু হবে। পাশাপাশি শোকের সময়কালে দেশের অফিসগুলোতে পতাকা অর্ধনমিতভাবে ওড়ানো হবে।
এ ছাড়া কুয়েতের রাজকীয় আদালত শেখ নাওয়াফের শেষকৃত্যের বিস্তারিত ঘোষণা করেছেন। বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় রবিবার সকাল ৯টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার পর শেষকৃত্যের কার্যক্রম পরিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
অন্যদিকে কুয়েতের নতুন আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে বায়ান প্রাসাদে সোমবার সকালে এবং মঙ্গলবার সকালে ও বিকেলে সমবেদনা গ্রহণ করবেন।
সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা যাওয়ার পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ। গত মাসে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুয়েত আমির।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.