11/23/2024 মুসলিম শিশুকে হত্যার হুমকি, যুক্তরাষ্ট্রে স্কুল শিক্ষক গ্রেফতার
মুনা নিউজডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩ ২১:১১
ইসরাইলি পতাকা দেখে বিক্ষুব্ধ মুসলিম শিশুকে ‘মাথা কেটে ফেলার হুমকি’ দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শেরিফের ডেপুটির লেখা অভিযোগ অনুসারে, বেঞ্জামিন রিস নামে ৫১ বছর বয়সী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চিৎকার করতে শোনা গেছে। তিনি ৭ ডিসেম্বর তিন ছাত্রীকে বলেছেন, তোমাদের মাথা কেটে ফেলা হবে।
তাকে আরো বলতে শোনা গেছে, ‘আমার গাড়ির পেছনে (এক ছাত্রীকে) টেনে আনুন’ এবং সে তার গলা কেটে ফেলবে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের নজরদারি ভিডিওতে রিসকে জর্জিয়ার ওয়ার্নার রবিন্সের ওয়ার্নার রবিন্স মিডেল স্কুলের হলওয়েতে তিন শিক্ষার্থীর পিছু নিতে দেখা যায়।
শিক্ষার্থীদের মধ্যে একজন শেরিফের ডেপুটিকে জানান, তিনি রিসকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন ক্লাসরুমে একটি ইসরাইলি পতাকা ঝুলছে। গাজায় ইসরাইলের পদক্ষেপের কারণে তিনি এটিকে আপত্তিকর বলে মনে করেছেন। পরে তিনি ক্লাশরুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেন রিস।
রিসকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে।
সিএনএন জানিয়েছে, ২০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শীর অভিযোগ অনুসারে তৃতীয় ডিগ্রিতে সন্ত্রাসবাদী হুমকি এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছিল। তিনি জামিনে মুক্ত আছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.