11/23/2024 শেঙেনে বুলগেরিয়ার যোগদানে আপত্তি তুলে নিল নেদারল্যান্ডস
মুনা নিউজডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৩ ২১:০৮
ইউরোপের পাসপোর্টমুক্ত শেঙেন অঞ্চলে বুলগেরিয়ার যোগ দেওয়ার বিষয়ে নেদারল্যান্ডস রাজি হয়েছে। ডাচ বিচার মন্ত্রণালয় শুক্রবার এ কথা বলেছে। এই পদক্ষেপের ফলে দীর্ঘকাল ধরে চলা বিরোধিতার অবসান ঘটতে যাচ্ছে।
নেদারল্যান্ডস এর আগে দুর্নীতি ও অভিবাসন নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে পূর্ব ইউরোপীয় দেশটিতে প্রবেশাধিকার দেওয়ার বিরোধিতা করেছিল।
তবে বুলগেরিয়া এখন শেঙেন যোগদানের শর্ত পূরণ করেছে বলে মন্ত্রণালয় এদিন জানিয়েছে।
এদিকে অস্ট্রিয়া এখনো বিশ্বের বৃহত্তম পাসপোর্টমুক্ত অঞ্চলে বুলগেরিয়ার যোগদানের বিরোধিতা করে। তবে সোমবার দেশটি বলেছে, তারা ইউরোপীয় ইউনিয়নের বহিরাগত সীমান্তে কঠোর নিরাপত্তার বিনিময়ে বিমান ভ্রমণের অনুমতি দিতে ইচ্ছুক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.