11/23/2024 বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্তের পক্ষে ভোট
মুনা নিউজডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৩ ১২:৫২
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটিতে সিদ্ধান্ত হয়েছে যে, প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু হবে। স্থানীয় সময় গতকাল বুধবার এই ভোট হয়। অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট পড়ে ২২১টি এবং বিপক্ষে ২১২টি।
তদন্তের অনুমোদন দেওয়ার পক্ষে ভোট এবং অভিশংসনের পক্ষে ভোট এক রকম নয়।
তবে ধারণা করা হচ্ছে, তদন্তের অনুমোদনের মাধ্যমে বাইডেনকে অভিশংসনের চেষ্টা করা হতে পারে।
বাইডেনের ছেলে হান্টারের বিদেশি ব্যবসায় ও লেনদেন থেকে বাইডেন কোনোভাবে উপকৃত হয়েছেন কি না, সে বিষয়ে তদন্তের জন্য এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। রিপাবলিকান সদস্য অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন এবং অন্যদিকে সব ডেমোক্রেটিক সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রত্যাশা, এই ভোটের মাধ্যমে রিপাবলিকানরা বাইডেনের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ ও আইনি দাবিগুলো প্রয়োগের আরো ক্ষমতা অর্জন করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই তদন্তের বিষয়ে নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। মুখপাত্র ইয়ান সামস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা নয় মাস ধরে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে তদন্ত করে আসছেন। কিন্তু তারা অন্যায়ের কোনো প্রমাণ পাননি।
ইয়ান সামস বলেন, এখন যা হচ্ছে তা কট্টর রাজনীতির সবচেয়ে বাজে দিক।
বাইডেন এটিকে ‘ভিত্তিহীন’ স্টান্ট হিসেবে নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমেরিকানদের জীবন আরো উন্নত করতে সাহায্য করার পরিবর্তে, তারা মিথ্যার আশ্রয় নিয়ে আক্রমণ করে সময় নষ্ট করছে।’ আর হান্টার বাইডেন বলেন, ‘আমার বাবা আমার ব্যবসার সঙ্গে আর্থিকভাবে জড়িত ছিলেন না।’
বুধবার ক্যাপিটল হিলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্পিকার মাইক জনসন বলেন, তদন্তের ফলাফল হাতে পাওয়ার আগে পর্যন্ত কংগ্রেস কোনো ধরনের রায় দেবে না। তবে অভিযোগ প্রমাণিত হলে সেটাও অস্বীকারের সুযোগ নেই।
বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুত নিচ্ছেন। এই নির্বাচনের তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিশংসন তদন্ত শুরু হওয়া মানে বাইডেনকে নতুন করে আক্রমণ করার সুযোগ পাবে রিপাবলিকানরা।
সূত্র: বিবিসি, এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.