11/23/2024 সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু
মুনা নিউজডেস্ক
৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৫
রাজধানীর তেজগাঁওয়ে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুতির ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশন ব্যাবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৪ ঘণ্টার চেষ্টায় একটি লাইন ক্লিয়ার করা হয়েছে।
সেটি দিয়ে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে।’
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে ডাউন লাইনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষ হয়। এর পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
এ ঘটনায় তিন-চারজন আহত হয়েছে।
তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপপরিদর্শক মো. সেকান্দর আলী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.